সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলসুতি ইউনিয়নের রানপাশা খালে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে মোঃ রাজিব নামের এক বালু ব্যবসায়ীর ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লা হিল আবরার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় অভিযানটি পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যমানের চায়না দুয়ারী জাল জব্দের পর তা ধ্বংস করা হয় ও কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে মোঃ রাজিব নামের এক বালু ব্যবসায়ীর ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com