বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

জিম্বাবুয়েতে মাটিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে মোট ১০টি দল অংশ নেবে। যার মধ্যে ৮টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। শেষ দুই দল হিসেবে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলতে নামবে ১০টি দেশ। বাছাই পর্বের প্রথম দিনই দু’টি ম্যাচ রয়েছে। প্রথম দিন গ্রুপ-এ’তে হারারের স্পোটর্স ক্লাব মাঠে দুপুর ১টায় মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল। একই সময়ে একই গ্রুপে হারারের টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে লড়বে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র। বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট ১০টি দল। গ্রুপ-এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।
সুপার সিক্সের প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ-‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ-‘বি’র দলগুলোর সাথে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। ওই শীর্ষ দু’দল ৯ জুলাই বাছাই পর্বের ফাইনালে খেলবে। একসময় বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দল ছিল জিম্বাবুয়ে। ১৯৮৩ সালে সর্বপ্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলে জিম্বাবুয়ে। ২০১৫ সাল পর্যন্ত সবগুলো আসরেই খেলেছিল তারা। গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি জিম্বাবুয়ে।
এবার বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ আট দলের মধ্যে থাকতে পারেনি জিম্বাবুয়ে। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থান পায় তারা। সর্বশেষ গত মার্চে ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের মধ্যে তৃতীয় হয়ে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সূচি :- গ্রুপ পর্ব : ১৮ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
১৯ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব
১৯ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২০ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুন ২০২৩ : নেপাল-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২১ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২১ জুন ২০২৩ : ওমান-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২২ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র,টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৩ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব
২৩ জুন ২০২৩ : স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৪ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-নেপাল, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৫ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৫ জুন ২০২৩ : স্কটল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৬ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৭ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৭ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
সুপার সিক্স পর্ব :- ২৯ জুন ২০২৩ : এ২-বি২, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৩-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৫-বি৪, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
১ জুলাই ২০২৩ : এ১-বি৩, হারারে স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ২-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ৪-বি৫, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৩ জুলাই ২০২৩ : এ৩-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : এ২-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : সপ্তম-অষ্টম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৫ জুলাই ২০২৩ : এ১-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : এ৩-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : নবম-দশম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৭ জুলাই ২০২৩ : এ১-বি১, হারারে স্পোর্টস ক্লাব
৯ জুলাই ২০২৩ : ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব
সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com