বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র , শান্তি-শৃঙ্খলা সর্বত্র , বিট পুলিশিং বাড়ি বাড়ি -নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট ও কনভেনশন হল রোমে সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম বার)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা কাজী শফিকুল আলম (বিপিএম)। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ও কালীগঞ্জ থানা পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা উখিং মে, পৌর মেয়র ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এস এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফয়েজুর রহমান, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যনদের মাঝে বক্তব্য রাখেন-গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়া, চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, প্রনয় কুমার দাস, জুয়েনা আহমেদ, ইব্রাহিম খন্দকার, ছাত্রলীগ নেতা এম আই লিকন প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি হয়। এ সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পরার মতো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com