সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

কয়লা এসেছে, আবারও উৎপাদনে ফিরছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ। কয়লা আসায় বিদ্যুৎ কেন্দ্রটি আবার উৎপাদনে ফিরছে। গত বৃহস্পতিবার (২২ জুন) রাত ৩টার দিকে জাহাজটি বন্দরে এসে পৌঁছায়। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পর এই প্রথম চালান নিয়ে আসা এমভি অ্যাথেনা নামক জাহাজটি শুক্রবার বিকাল ৩টা নাগাদ লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু করেছে। রাতে কোনও এক সময় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে জাহাজটি। আজ শনিবার (২৪ জুন) সকালে পুরো কয়লা খালাসের সম্ভাবনার কথা জানিয়েছেন পায়রার একটি দায়িত্বশীল সূত্র।
এর আগে কয়লা সংকটে গত ৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। শুক্রবার রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌঁছায়। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, সকাল থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়েছে। দুপুরে এসব লাইটার জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছাতে পারে। এ কয়লা দিয়ে শনিবার রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আব্দুল হাসিব বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয়। ইতোমধ্যেই বিশ্ব ব্যাংকের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ আমাদের জেটিতে আসবে। কয়লা আনলোড করা হলে ইউনিটগুলো চালু করতে পারবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com