সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

হাসপাতালে চিকিৎসা চালুর দাবীতে মানববন্ধন

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

নীলফামারীর চিলাহাটিতে ১০ শয্যা মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। চিলাহাটি বাজারে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক মানুষ চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের ব্যানারে স্থানীয় স্বাস্থ্য উপকেন্দ্র ও ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে এই মানববন্ধন করেন। তারা জানায় তিন বছর আগে ডোমার উপজেলার চারটি ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বন স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক চিকিৎসার নানা উপকরন সহ কল্যান কেন্দ্রটি নির্মান শেষ হয় দুই বছর আগে। কিন্তু এরপর ডাক্তার, টেকনোলজিষ্ট বা ওৗষধ সরবরাহ না করে কর্তৃপক্ষ এটি ফেলে রাখে। এদিকে পুরোনো উপ-স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা বিঘিœত হচ্ছে। এলাকাবাসী বলছে উচ্চ পর্যায়ে বারংবার যোগাযোগ করার পরও কল্যান কেন্দ্র বা উপ-স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা চালু করা যায়নি। অচিরেই এই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দলোনে নামবেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com