বাগেরহাটে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট শহরের রেলরোডে জেলা আওয়ামী লীগের অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিনসহ নের্তৃবৃন্দ প্রথমে দলীয় অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি বির মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুর নেতেৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময়ে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদান ফকরুল ইসলাম সাহেব, পৌর আওয়াশীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,ইবনে মিজান হিরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাছির উদ্দিন, জয়সী আশরাফি জেমস, তাতীলীগের জেলা সভাপতি তালুকদার আব্দুল বাকী, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সীতা রানি দেবনাথ, সাধারন সম্পাদক শরিফা হেমায়েত, রিনা সুলতানা, যুব মহিলা লীগের এ্যাড. লুনা সিদ্দিকী, সম্পাদক তানিয়া খাতুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন সহযোগি সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।