সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
কোরবানী ঈদে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই এপ্রিলের ২৬ দিনে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স সত্যি না কি গুজব: ফের বিয়ে করছেন শাকিব খান যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে: ফখরুল গরমে খামারে মরছে মুরগি, কমছে ডিম রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে: ওবায়দুল কাদের বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে কৃষি মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে টাঙ্গাইলের মধুপুরে নগদ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড মো.আব্দুর রাজ্জাক এমপি। কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশের রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি মধুপুর-ধনবাড়ি উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান।তিনি বলেন, আমি উপস্থিত থেকে অনুদান বিতরণ করতে পারলে ভালো লাগতো, ঢাকায় কাজ থাকার জন্য আসতে পারেননি। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, মেয়র আলহাজ মো.সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ। এ সময় মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়নে ৪১৬ জন মানুষের মাঝে ৬ লক্ষ ২৪ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ কালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধা ভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com