পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে ইং ৩রা জুলাই সকাল ১১টায় জাতীয়তাবাদী কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহ্বয়ক হেদায়তুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সকল ইউনিটের নেতা-কর্মীরা ও উপজেলা বিএনপির ৭নং সেখমাটিয়া ইউনিয়নের সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল করিম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ ফরাজী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মাঝি সহ সকল অঙ্গ সংগঠনের উক্ত মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ রাজনৈতিক সংকটে ভুগছে। নিজেদের দলীয় কোন্দল ভেদাভেদ না রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে এসে কাধে কাধ মিলিয়ে ফ্যাসিষ্ট সরকার পতনের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কেন্দ্রের যে কোন সময় একদফার আন্দোলন ঘোষণা করবে, তাই সার্বক্ষণিক আমাদের প্রস্তুত থাকতে হবে। এই জালিম সরকারকে মোকাবেলা করতে হলে ঐক্যের বিকল্প নেই। আমাদের এখন কাজ, কেন্দ্র যখন কর্মসূচী ঘোষণা করবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনকে সফল করে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে, এই হোক স্বেচ্ছাসেবক দলের অঙ্গীকার। আগামি আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল, প্রধান ভূমিকায় রাখার আহ্বনা জানিয়ে বক্তব্য শেষ করেন।