বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। সোমবার (৭ এপ্রিল) বাদে আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি এশিয়া প্লাজা থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি এরশাদ উল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজী বেলাল ও যুব, ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ ও রেজাউল করিম। বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নির্বিকার। যেখানে শিশু, নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য দেশগুলি নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলেন, এই গণজাগরণই প্রমাণ করে আমরা নিরব থাকবো না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com