বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

গুণী অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খল-অভিনেতা মিশা সওদাগর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ অভিনেত্রী। অভিনয় নিয়ে সাম্প্রতিক সময়েও ব্যস্ত সময় পার করছিলেন গুলশান আরা। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় তার। কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।
এই স্বপ্ন আর ভালোলাগা থেকে এ অভিনেত্রী প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশান আরা আহমেদকে। দর্শকদের ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রের বাইরে নাটকেও তিনি নিয়মিত কাজ করে গেছেন। এ অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com