শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) গতকাল বুধবার (৫ জুলাই) ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। ১৯৪৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com