বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

সদরপুরে অবাধে দেশীয় প্রজাতির ডিমওয়লা মাছ শিকার

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ সহ বিভিন্ন নদ-নদী, খাল জলাশয়, বিল -কোলে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ ও চায়না দোয়ারি, টোনাজাল, মশারিজাল, সুতীজাল, রাক্ষুসীজালসহ বিভিন্ন ধরণের ছোট ফাসের নিষিদ্ধ জাল দিয়ে অবাধে প্রজননে প্রস্তুত ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা ধরে বাজারে বিক্রী করছে জেলেরা। এতে জেলেরা লাভবান হলেও চলতি বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের প্রজনন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সদরপুরের চৈতার কোল, ৩২ নং কোল, চরডুবাইল কোল, ছোট কোল, বড় কোল শুকিয়ে যাওয়ার কারণে শুকনো মৌসুমে মাছের প্রজনন হচ্ছে না। সরেজমিনে তথ্য সংগ্রহকালে সদরপুরের অতি নিকটে ভুবেনশ্বর নদে সামান্য এলাকায় বাঁশ দিয়ে ঘিরে মৎস অভয়াশ্রম করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। এ ছাড়া ব্যপক এলাকা যেমন আকটেরচর হাট সংলগ্ন স্লুইস গেট, চর রামনগর, শিমুলতলি বাজার হাজীকান্দি খাল, কাটাখালি, লোহারটেক, মুন্সীরচর মরা আড়িয়াল খাঁয়, শয়তানখালী পদ্মার পাড়ঘেঁষে, চরনাছিরপুর, চরমানাইর, নারিকেল বাড়িয়ার বিভিন্নচরের জলাশয় যেখানে বর্ষার শুরুতেই ডিমওয়ালা মা মাছ প্রজননের জন্য আসে সেখানে মৎস অভয়ারণ্য না থাকায় নিধন হচ্ছে মা মাছ ও রেণু পোনা। মৌসুমী জেলেদের মাছ ধরা আইন বিষয়ক কোন প্রশিক্ষণ না থাকা ও প্রশাসন কর্তৃক প্রচার প্রচারণা না থাকায় প্রতিনিয়ত ধরা হচ্ছে মা মাছ ও রেণু পোনা। এতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রয়োগ হচ্ছে না। এ ব্যাপার সদরপুর উপজেলা মৎস কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সাথে কথা হলে তিনি জানান- মৎস বিভাগে লোকবল কম, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। অতিশীঘ্রই রেণু পোনা ধরার ওপর অভিযান দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com