বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

শাকিবের ‘প্রিয়তমা’ ৭ দিনে ১০ কোটির ঘরে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। এর দুটি গানও তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। সব মিলিয়ে শাকিব তার শ্রেষ্ঠত্ব এবারের ঈদের সিনেমা প্রমাণ করেছেন।
জানা গেছে, শুরুর দিন সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় শাকিবের প্রিয় তমা। এটির মুক্তির এক সপ্তাহ পার হয়েছে। এই ৭ দিনে ‘প্রিয়তমা’ আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা।
একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ জানান, ঈদে সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি। সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করেছে। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।
আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com