বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ময়না তো মাসুদকে মিস করে: তমা মির্জা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। এবারের ঈদে তার এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটি দেখতে ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ভিড় করছে দর্শক। গতকাল (৮ জুলাই) রাতে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে সনি স্কয়ারে। সেখান চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ময়না মাসুদকে প্রচুর মিস করে। আমি আমার ময়না চরিত্রটি শতভাগ মনোযোগ দিয়ে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সুড়ঙ্গকে ঘিরে দর্শকের মনে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা পূরণ হবে।’
এ সিনেমায় তমা অভিনয় করেছেন ‘ময়না’ চরিত্রে। তার মতে, অভিনয় জীবনের সেরাটুকু দিয়েছেন এ সিনেমায়। সিনেমা দেখে এর গল্পের সঙ্গে, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ, মানুষের মনে বিশ্বাস-অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে।
এই সময় রাফি সিনেমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের দর্শকরা পারেন বাংলা সিনেমার দিন বদল করতে। সেটা তারা ‘সুড়ঙ্গ’ দিয়ে প্রমাণ করেছেন। দর্শক আবার হলে ফিরেছেন। বাংলা সিনেমা দেখছেন। সিনেমার টিকিট পাচ্ছেন না—এগুলো আমাদের ঢালিউডের জন্য আশার কথা। এ জন্য সব কৃতজ্ঞতা দর্শকদের প্রতি। ‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জা ও আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে আকর্ষণীয় রূপে দেখা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com