১০ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মোহাম্মদ আজিজুর রহমান বিপিএএ, জেলা প্রশাসক বাগেরহাট ও ডা: জালাল উদ্দীন আহমেদ, সিভিল সার্জন বাগেরহাটের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মত বিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা জেলা পুষ্টি কমিটিতে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সদস্যদের মধ্যে থেকে দুই জনকে অন্তর্ভুক্তির দাবী জানান। জেলা প্রশাসক বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। সভায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সদস্য সৈয়দ শওকত হোসেন, মো: সাকির হোসেন, শারমিন কাজল, নাজমা আক্তার, উপদেষ্টা পরিষদের সদস্য আহাদ উদ্দিন হায়দার, মূখার্জী রবীন্দ্রনাথ, এড. মিলন কুমার ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।