অদ্য ০৮ জুলাই ২০২৩ইং তারিখ রোজ শনিবার রংপুর চেম্বারের বোর্ড রুমে নির্বাচন তফশীল অনুযায়ী গত ০৬ জুলাই তারিখে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচিত ১৮ পরিচালক এর সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মহুবর রহমান পার্টিকেল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম টুনু (মায়া) ও ভাইস প্রেসিডেন্ট পদে ইকো ডায়াগনোস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মোঃ মোজাম্মেল হক এর নাম আনুষ্ঠিকভাবে ঘোষণা করেন আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ। এছাড়া জেনারেল গ্রুপ থেকে পরিচালক পদে মোঃ তাইফুর রহমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ সাইফুল আলম, খন্দকার মাহমুদ ইলাহী (বিপ্লব), আসিফ জোয়ারদার, এমদাদুল হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, মোঃ সানোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সামসুর রহমান এবং এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদে মোঃ সরওয়ার জাহান মানিক, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, হাসান মাহবুব আখতার ও প্রতিনিধি পরিচালক হিসেবে মোঃ মশিউর রহমান রাঙ্গার নাম আনুষ্ঠিকভাবে ঘোষণা করেন আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ। নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার নির্বাচন বোর্ডের সদস্য মেঘনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ একরামুল হক ও বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আহসান উল ফিরোজ এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও জনতা ব্যাংক লিমিটেড এর সাবেক ডিজিএম মোহাঃ মিজানুর রহমান সরকার, আপীল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আতোয়ার রহমান সরকার এবং আপীল বোর্ডের সদস্য ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সাবেক ব্যবস্থাপক মোঃ আলী আসাদ, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুল ইসলাম মিন্টু, ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, চেম্বারের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং পরিচালকবৃন্দ।