নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী “অরুনিমা গলফ টূর্নামেন্ট ২০২৩” ও ন্যাচার বেইসড ড্রাইভিং রেঞ্জ সম্পন্ন হয়েছে। গত শনিবার (৮ জুলাই) জেলার নড়াগাতি থানার পািিনপাড়াস্থ অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব আয়োজিত “অরুনিমা গলফ টূর্নামেন্ট ২০২৩” ও ন্যাচার বেইসড ড্রাইভিং রেঞ্জ এর উদ্বোধন ও সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ পিএসসি জি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাতেম। এছাড়া বক্তব্য দেন যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রতিনিধি মেজর শেখ হাসনাত-ই মিরাজ, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু প্রমূখ। দিনব্যাপী অনুষ্ঠিত টূুর্নমেন্টে যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাব, সাভার গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের গলফাররা অংশগ্রহণ করেন। অ্যামেচার ক্যাটাগরিতে যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রতিনিধি মেজর শেখ হাসনাত-ই মিরাজ চ্যাম্পিয়ন হন, বেস্ট গ্রোস হিসেবে পুরষ্কার পেয়েছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের চিফ কোর্ডিনেটর লে. কর্নেল(অব.) আহসান আজিজ, রানারআপ হয়েছেন বাংলাদেশ প্রোফেশনাল গলফ এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল মেজর (অব.) মাহমুদুর রহমান ও প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের নিমাই রায়, বেস্ট গ্রোস হয়েছেন কুুর্মিটোলা গলফ ক্লাবের রিপন, রানারস আপ হয়েছেন সাভার গলফ ক্লাবের রফিকুল ইসলাম, নিয়ারেস্ট টু পিন পুরষ্কার জিতেছেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের জাহেদ হোসেন রানা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে গলফার, অতিথি ও স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য বরফা নামক স্থানে মধুমতি নদীর উপর ব্রিজ তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য গলফ কোর্স গুলো আর্টিফিশিয়াল কিন্তু অরুনিমা রিসোর্ট এর গলফ কোর্সটি ন্যাচার বেইসড। এছাড়া দীর্ঘদিন যাবত পর্যটন সেক্টরের উন্নয়নে কাজ করায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ এর ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ। ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ জানান, বর্তমান বিশ্বে ক্রীড়া জগতে গলফ একটি অন্যতম জনপ্রিয় খেলা। স্পোর্টস ট্যুরিজম বা ক্রীড়া পর্যটনের মধ্যে গলফ একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট যা আয়োজক দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। বাংলাদেশ পর্যটন নীতিমালা-২০১০ স্পোর্টস টু্যূরিজমের উন্নয়নের কথা বলা হয়েছে। এদেশে গলফ- খেলোয়াড়দের সংখ্যাও বাড়ছে। ইতোমধ্যে ২৩ জন খেলোয়াড় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ক্রীড়া পর্যটনকে এগিয়ে নিতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের দিনব্যপী গলফ টূর্ণামেন্টের আয়োজন বলে তিনি জানান।