শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

পিরোজপুরে বিএনপির পদযাত্রায় সংর্ঘষে পুলিশসহ আহত ২০, আটত -৬

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের হয়েছে বিএনপির নেতা-কর্মীদের সাথে। এসময় বিএনপির নেতা-কর্মীদের হামলায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হাসান। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে। তবে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলুর দাবি, পদযাত্রা পুলিশের লাঠিচার্জে বিএনপি ও তাদের অঙ্গসংঠনের ১০-১২ জন আহত হয়েছে। পুলিশ জানান, শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর লাঠিশোটা নিয়ে আক্রমন করে এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ৬ জনকে আটক করে। এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ শান্তিপূর্ণ পথযাত্রায় পুলিশ তাদের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল শেখ রুবেল জানান, তাদের কর্মসূচির পর পুলিশ তারা বাসায় গিয়ে তাকে না পেয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে রাখে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব জানান, কর্মসূচী পালনের সময় পুলিশের হামলায় ছাতদলের সহ সাধারন সম্পাদকসহ ৪ জন আহত হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ৭ জন পুলিশ আহত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com