দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ওই ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে শনিবার দিবাগত রাত ৪টা পর্যন্ত চলে ভোট গণনা। ১২ ঘণ্টা ভোট গণনা শেষে নির্বাচনী প্রিজাইডিং অফিসার মো. হজরত আলীকে সভাপতি পদে এবং মো. সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টুকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে হজরত-পিন্টু, কাজী- মাহবুব- জিরীন প্যানেলে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১ জনকেই বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। শাপলা প্রতীকের ৫১ প্রার্থীই বিজয়ী হয়েছেন। এর আগে একই প্যানেলের সকল প্রার্থী কখনও বিজয় লাভ করেনি। এটি একটি ঐতিহাসিক বিজয়। এ বিজয় সকল শিক্ষকদের। এই বিজয় ন্যায় ও সত্যের। আমরা উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।