বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন জুয়েল আরেং এমপি

কামরুল হাসান রবি (ধোবাউড়া) ময়মনসিংহ :
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নিশাত শারমিনের সভাপতিত্বে আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। এছাড়া দক্ষিণ মাআজপাড়া ইউনিয়নে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে দুর্যোগ মন্ত্রনালয় থেকে ক্ষতিপুরণের চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিনা খাতুন, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়োতুষ বিশ্বাস বাবুল, ধোবাউড়া থানার অফিসার ্ইনচার্জ টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন প্রমূখ। এসময় প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে চব্বিশ শত, মাধ্যমিকের প্রত্যেককে ছয় হাজার এবং উচ্চ মাধ্যমিকে নয় হাজার ছয়শ টাকা করে মোট একশ দশ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৪০ জনকে বাইসাইকেল, একশ জনকে শিক্ষা উপকরণ বিতরণ, বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ আটারজনকে অর্থ সহায়তা এবং সাংসদ এর ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র উনিশজনকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর পূর্বে সকাল ১১ টায় ইংল্যান্ডে পার্লামেন্টারী সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশে পার্লামেন্টারি দলের সদস্য ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেংকে ধোবাউড়ায় আগমণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ময়মনসিংহ জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাতী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য সৌরিং আরেং সেং।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com