বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংক মোরেলগঞ্জ হোগলাবুনিয়া শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

‘’গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে ফলজ ও বনজ বৃক্ষের চারা। গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যপস্থাপনা পরিচালকের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর অংশ হিসেবে ২২ জুলাই হোগলাবুনিয়া মোরেলগঞ্জ শাখায় সম্মানিত সদস্যদের মাঝে ২১০টি গাছের চারা বিতরণ করা হয়। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে বেশী করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেককে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের সময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সদস্যরা জানান গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের বৃক্ষ রোপণে আগ্রহ বাড়বে। গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং শাখা ব্যবস্থাপক জনাব মোঃ শফিকুল ইসলাম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল সহকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com