সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

বাগেরহাট পর্যটন ডিরেক্টরির মোড়ক উন্মোচন

বাগেরহাট সদর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

বাগেরহাটের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুলাই রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন ডিরেক্টরি, বাগেরহাট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনাটির মাধ্যমে ইউনেস্কো কর্তৃক ঘোষিত বাংলাদেশ তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবন ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সহ এই জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা অসংখ্য পর্যটন স্পট সম্পর্কে ধারণা দানসহ আবাসিক হোটেল, জেলার বিভিন্ন সরকারী দপ্তর, পর্যটন গাইডদের মোবাইল নম্বর ও পূর্নাঙ্গ ঠিকানা তুলে ধরা হয়েছে যা একজন ভ্রমনকারীর জন্য সহায়ক ভূমিকা রাখবে। পর্যটন ডিরেক্টরির পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক বাগেরহাট মোহাম্মদ আজিজুর রহমান বইটির সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজ-আল-আসাদ সহ প্রকাশনার কাজে যুক্ত উপকমিটির সকল সদস্যকে কৃতজ্ঞতা জানান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি বাগেরহাট জেলার পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সেখ বুলবুল কবীর, নিহার রঞ্জন সাহা, ডা: মোশাররফ হোসেন, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, মীর ফজলে সাঈদ ডাবলু, আক্তারুজ্জামান বাচ্চু, শেখ আজমল হোসেন, মাছুমা রুনা, আবদুল্লাহ বনিসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com