বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লায় সদ্য নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সকালে ঢাকা থেকে নতুন জেলা প্রশাসক কুমিল্লায় তার নতুন দায়িত্বভার গ্রহণ করার যাওয়ার পথে জেলার প্রবেশ মুখ দাউদকান্দি টোল প্লাজায় তাকে এই ফুলেল শুভেচ্ছা আর নতুন দায়িত্ব পালনে অভিনন্দনের সহিত স্বাগত জানানো হয়। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান। তাদের এই শুভেচ্ছা ও অভ্যর্থনার জন্য নতুন জেলা প্রশাসক (ডিসি) সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন। জানা যায়, নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমার তার নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে নিবেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) শামীম আলমের কাছ থেকে। আর জেলা প্রশাসক শামীম আলমকে চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়নকৃত বদলি করা হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন মহোদয়ের নিজ জেলা পাবনা’র কৃতী সন্তান খন্দকার মুঃ মুশফিকুর রহমান মাননীয় দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে কর্মরত থাকা অবস্থায়-ই তিনি কুমিল্লার ডিসি হিসেবে পদায়নকৃত পোস্টিং পান। উল্লেখ্য যে, নতুন জেলা প্রশাসকের মরহুম পিতাও দেশের এক্কেবারে প্রথম দিকের একজন বিসিএস ক্যাডার অফিসার ছিলেন। ছিলেন আবার বীর মুক্তিযোদ্ধাও। ফুলের শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত শহিদুল আলম, প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলার শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।