শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় খারুভাজ বিল বিনোদন পার্ক, আনন্দিত মানুষ

আব্দুল আলীম প্রামানিক (গঙ্গাচড়া) রংপুর
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী খারুভাজ বিলে তৈরি হচ্ছে বিনোদন পার্ক। পার্কের ৪০ ভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এতে উপজেলার বিনোদন প্রেমী মানুষজনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। পার্ক নির্মাণের কাজ শুরু হওয়ায় আনন্দিত হয়েছে সব শ্রেনী পেশার মানুষ। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার দিক নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার পরিকল্পনায় পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সহযোগিতা করছেন স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও স্থানীয় লোকজন। গত ১৫ জুলাই সকালে রংপুর জেলা প্রশাসক (ডিসি) ড. চিত্রলেখা নাজনীন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ পার্কের নাম দেওয়া হয়েছে খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক। পার্ক নির্মাণের নান্দনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নানা মহলের মানুষ। স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার মানুষের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। এখানকার মানুষ বিনোদনের জন্য শহরে ছুটে যেতেন। আবার কেউ মহিপুরে শেখ হাসিনা সেতুতে যান। এখন এখানে পার্ক হলে যেমন অনেকের কর্ম সংস্থান সৃষ্টি হবে তেমনি সুস্থ মানসিক বিকাশে সহায়তা করবে এই বিনোদন পার্ক। ইউপি সদস্য বকুল মিয়া বলেন, সরকারী বিলের জমি জবর দখলকারীরা এই পার্ক তৈরির বিরোধীতা করে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা এ উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকা-ের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছেন। আমাদের উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। খারুভাজ বিল মৎস্যজীবী সমিতির সভাপতি মুকুল মিয়া বলেন, এলাকার মানুষের চিত্ত বিনোদনের জন্য পার্ক জরুরি। এখানে পার্ক হচ্ছে এটা শুনে আমরা খুবই আনন্দিত। পার্ক হলে আমরা সন্তান, স্বজন ও পরিবারবর্গ নিয়ে সুস্থ্য বিনোদন ও সময় কাটানোর ভাল সুযোগ পাবো। দ্রুত পার্কের কাজ শেষ করার জন্য দাবি জানাচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি গঙ্গাচড়ায় যোগদানের পর দেখলাম উপজেলায় মানুষের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। এই বিষয়টি বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার স্যারের পরামর্শ ও দিকনির্দেশনায় স্থানীয় আসনের সংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ গজঘণ্টা ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসীর সহযোগিতায় খারুভাজ বিলে পার্কটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বলেন, খারুভাজ বিলে বিনোদন পার্ক তৈরিতে উপজেলার মানুষজন আনন্দ উপভোগ করারমত জায়গা পেলো। এটি প্রশাসনের একটি ভাল উদ্যোগ। ভালো উদ্যোগে শরীক হতে উপজেলা পরিষদ থেকে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পার্কের কাজ পরিদর্শন করার জন্য আমি প্রায় যাচ্ছি। উল্লেখ্য যে, প্রায় ১৮ একর সরকারি জমিতে রয়েছে বিল। যা খারুভাজ বিল নামে পরিচিত। ওই বিল সরকার মৎস্য চাষের জন্য মৎস্য জীবীদের লিজ দেয়। সম্প্রতি বিলের কিছু জায়গা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসন। গঙ্গাচড়ায় কোনো বিনোদন পার্ক না থাকায় বিলটিতে মাছ চাষের পাশাপাশি দখলমুক্ত রাখতে ও সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষে একটি বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com