বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
গলাচিপা জাতীয় ইদুঁর নিধন অভিযান র‌্যালি সহ উদ্বোধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বাইট্টা কাশেম আটক কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় কৃষি জমিতে হামলায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন, সংবাদ সম্মেলন হোসেনপুরের যৌতুক লোভী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী দীপার ভবিষ্যত অনিশ্চিত: ন্যায় বিচার দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছেলে ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েও মামলা করতে চাননা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা কেরানীগঞ্জে রতঘরিয়া ইউনিয়নে কর্মীসভা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন

কোহলির জন্য ক্যারিয়ার শেষ হয়েছিল জাহির খানের

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৪ সালে অবসর নিয়েছিলেন জাহির খান। ৯২টি টেস্ট খেলে অবসর নিয়েছিলেন তিনি। ১০০টি টেস্ট খেলার মাইলফলক থেকে মাত্র আটটি ম্যাচ দূরে থেমে গিয়েছিলেন জাহির। এর পেছনে রয়েছেন বিরাট কোহলি, এমনটাই জানিয়েছেন ইশান্ত শর্মা। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে অবসর নিয়েছিলেন জাহির। ওই টেস্টে ব্রেন্ডন ম্যাকালাম ৩০০ রান করেছিলেন। ৬৮০ রান তুলে ডিক্লেয়ার করেছিল কিউইরা। ওই ম্যাচে ম্যাকালামের ক্যাচ ফেলে দিয়েছিলেন বিরাট।
ওই ঘটনার কথা উল্লেখ করে ইশান্ত বলেন, ‘’নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম আমরা। বিরাট ক্যাচ ফেলার পর ম্যাকালাম ৩০০ করে ফেলে। মধ্যাহ্নভোজের আগে ক্যাচ ফেলেছিল বিরাট। বিরতির সময় জাহিরের কাছে ক্ষমা চেয়েছিল বিরাট। জাহির তাকে চিন্তা করতে নিষেধ করে। বলেছিল, আউট করে দেবে ম্যাকালামকে। চা বিরতির সময় বিরাট আবার ক্ষমা চায় এবং জাহির আবার তাকে চিন্তা করতে নিষেধ করে। তৃতীয় দিনে চা বিরতির সময় বিরাট ক্ষমা চাইলে জাহির বলে, ‘তুমি আমার ক্যারিয়ারটাই শেষ করে দিলে।’’ জাহিরও মেনে নিয়েছেন যে তার শেষ টেস্টে বিরাট একটি ক্যাচ ফেলেছিলেন এবং তারপর ম্যাকালাম ৩০০ করেন। বিরাটকে নিয়ে ইশান্ত ও জাহির হাসিঠাট্টা করেন। বিরাট ওই ঘটনার কথা শুনলে রেগে যেতে পারেন বলেও বলেন তারা।
জাহির বলেন, ‘’না, না আমি বলিনি ক্যারিয়ার শেষ করে দেয়ার কথা। আমি বলেছিলাম, ‘কিরণ মোরে একবার গ্রাহাম গুচের ক্যাচ ফেলেছিল এবং সে ৩০০ করেছিল। তারপর তুমিও এই কাজ করলে।’ কথাটা ভালো লাগেনি বিরাটের।’’ ওই টেস্টের পরই জাহির অবসর নিয়ে নিয়েছিলেন। চোট ছিল তার। তাই খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। জাহির ও ইশান্ত দু’জনেই টেস্ট ক্রিকেটে ৩১১টি উইকেট নিয়েছেন। তবে জাহির ৯২টি টেস্ট খেলে ওই উইকেট নিয়েছেন, ইশান্ত খেলেছেন ১০৫টি টেস্ট। দু’জনেই টেস্টে ১১ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com