রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

কোহলির জন্য ক্যারিয়ার শেষ হয়েছিল জাহির খানের

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৪ সালে অবসর নিয়েছিলেন জাহির খান। ৯২টি টেস্ট খেলে অবসর নিয়েছিলেন তিনি। ১০০টি টেস্ট খেলার মাইলফলক থেকে মাত্র আটটি ম্যাচ দূরে থেমে গিয়েছিলেন জাহির। এর পেছনে রয়েছেন বিরাট কোহলি, এমনটাই জানিয়েছেন ইশান্ত শর্মা। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে অবসর নিয়েছিলেন জাহির। ওই টেস্টে ব্রেন্ডন ম্যাকালাম ৩০০ রান করেছিলেন। ৬৮০ রান তুলে ডিক্লেয়ার করেছিল কিউইরা। ওই ম্যাচে ম্যাকালামের ক্যাচ ফেলে দিয়েছিলেন বিরাট।
ওই ঘটনার কথা উল্লেখ করে ইশান্ত বলেন, ‘’নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম আমরা। বিরাট ক্যাচ ফেলার পর ম্যাকালাম ৩০০ করে ফেলে। মধ্যাহ্নভোজের আগে ক্যাচ ফেলেছিল বিরাট। বিরতির সময় জাহিরের কাছে ক্ষমা চেয়েছিল বিরাট। জাহির তাকে চিন্তা করতে নিষেধ করে। বলেছিল, আউট করে দেবে ম্যাকালামকে। চা বিরতির সময় বিরাট আবার ক্ষমা চায় এবং জাহির আবার তাকে চিন্তা করতে নিষেধ করে। তৃতীয় দিনে চা বিরতির সময় বিরাট ক্ষমা চাইলে জাহির বলে, ‘তুমি আমার ক্যারিয়ারটাই শেষ করে দিলে।’’ জাহিরও মেনে নিয়েছেন যে তার শেষ টেস্টে বিরাট একটি ক্যাচ ফেলেছিলেন এবং তারপর ম্যাকালাম ৩০০ করেন। বিরাটকে নিয়ে ইশান্ত ও জাহির হাসিঠাট্টা করেন। বিরাট ওই ঘটনার কথা শুনলে রেগে যেতে পারেন বলেও বলেন তারা।
জাহির বলেন, ‘’না, না আমি বলিনি ক্যারিয়ার শেষ করে দেয়ার কথা। আমি বলেছিলাম, ‘কিরণ মোরে একবার গ্রাহাম গুচের ক্যাচ ফেলেছিল এবং সে ৩০০ করেছিল। তারপর তুমিও এই কাজ করলে।’ কথাটা ভালো লাগেনি বিরাটের।’’ ওই টেস্টের পরই জাহির অবসর নিয়ে নিয়েছিলেন। চোট ছিল তার। তাই খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। জাহির ও ইশান্ত দু’জনেই টেস্ট ক্রিকেটে ৩১১টি উইকেট নিয়েছেন। তবে জাহির ৯২টি টেস্ট খেলে ওই উইকেট নিয়েছেন, ইশান্ত খেলেছেন ১০৫টি টেস্ট। দু’জনেই টেস্টে ১১ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com