সুন্দরবনের দুবলারচর এলাকায় বনরক্ষীরা ৮ জেলেকে আটক করেছে। এসময় মাছ ধরার জালসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করা হয়েছে। আটক জেলেদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগষ্ট) রাতে জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ফরেষ্টার নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার মরণেরচর খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলার সহ ৮ জেলেকে আটক করে। আটক জেলেরা হচ্ছে, আলামিন, শাহিন, সন্তোষ,আলম,রাব্বি, শাহাদাৎ, খাইরুল, আবুল চৌকিদার। এদের সবার বাড়ী বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান বলেন, দুবলারচরে আটক ৮ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।