শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

আইফোন ১৫-তে যেসব পরিবর্তন আসতে পারে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

অ্যাপল বিশ্বের অন্যতম বড় মোবাইল ব্র্যান্ড। স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপলের আইফোন মানেই বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৫ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।
সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৫। তবে বেশ কিছু পরিবর্তন থাকছে এই ফোনে, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জানা গেছে অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে একটি নতুন টেকনোলজি ব্যবহার করতে চলেছে।
এছাড়া সংস্থা তাদের আইফোন ১৫ প্রো মডেলে বড় ডিসপ্লের সঙ্গে সঙ্গে একটি নতুন টেকনোলজি ব্যবহার করতে চলেছে, যা কোম্পানির ‘ড্রিম আইফোন’ হতে চলেছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, অ্যাপল বহু বছর ধরে ডিসপ্লে, ক্যামেরা এবং সেন্সরের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য কাজ করে চলেছে। এবার শোনা যাচ্ছে যে, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে একটি নতুন টেকনোলজি ব্যবহার করার সঙ্গে সঙ্গে বড় ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। অ্যাপল এখন আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের আকার ২.২ মিলিমিটার থেকে ১.৫ মিলিমিটারে সঙ্কুচিত করতে ‘লো-ইনজেকশন চাপ ওভার-মোল্ডিং’ বা ‘লিপো’ নামে একটি নতুন প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। একটি টাইটানিয়াম ফ্রেম, হ্যাপটিক রিয়্যাকশন সহ সলিড-স্টেট বাটন এবং বর্ধিত র্যাম থাকতে পারে ফোনগুলোতে। সূত্র: মেক অব ইউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com