আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর মানুষের পাশে থেকে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি বলেন, ‘মানবতার অগ্রদূত জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামীলীগ সরকারের হাত ধরেই দেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ, কদমতলা বাজার, রাজাপুর বাজার, কালিয়ান্ড মোড় ও সৈয়দপুর বাজারসহ একাধিক পথসভায় এসব কথা বলেন মাহমুদা বেগম কৃক। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ পথসভায় ব্যাপক সংখ্যক উৎসুক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় শেখ হাসিনা সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে মাহমুদা বেগম কৃক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে। সুখে নয়, দুঃখের সময় আপনাদের পাশে থাকতে চাই। মানুষের কাছে, মানুষের পাশে থেকে রাস্তা-ঘাট, শিক্ষা-চিকিৎসা ও এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই। উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে উপস্থিত সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এসব পথসভায় মাহমুদা বেগম কৃকের সাথে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, মধুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, মধুখালী পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মির্জা মিজানুর রহমান মিন্টু, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, বোয়ালমারীর চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসান মিয়া, বোয়ালমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ফারুক হোসেন, চতুল ইউপি সদস্য মো. লিয়াকত হোসেন, বোয়ালমারী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বোয়ালমারী সদর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।