বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে ড্রেনের অভাবে ভোগান্তিতে ব্যবসায়ীরা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

একটু বৃষ্টিতে ভরে ওঠে দোকানের অঙ্গন। পানি নিরসনের পথ না থাকায় প্রতি বছর সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ধীরে ধীরে এই পানি ঢুকে পরে বাড়ি ও দোকানে। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ এখানে একটি ২০ ফিট পাইপ বসিয়ে পানি নিরসনের ব্যবস্থা করেছেন। কিন্তু তাতে তেমন একটা লাভ হয়নি। পাইপের সরু পথে পানি নামে ধীরগতিতে। বছরের পর বছর ধরে ভোগান্তিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডে বারোয়ারী মন্দির সড়ক সংলগ্ন পূর্বধারের ব্যবসায়ীরা। আব্দুর রহিম, দিলিপ, রজতসহ একাধিক ব্যবসায়ী জানান, ড্রেনের প্রয়োজন ১০০ ফিট। কিন্তু তা আর হয় না। দীর্ঘদিন এই সমস্যারও কোনো সমাধান নেই। নেই কারো কোনো মাথা ব্যাথা। হবে হবে বলছেন কর্তৃপক্ষ কিন্তু সেটা আর কতদিন। তা তারা আর বলছেন না। সম্প্রতি সময়ে ব্যস্ততম এই সড়কটি নতুনভাবে তৈরি করা হলেও পূর্ব ধারটি হয়ে পড়ে নিঁচু। পরবর্তী সময়ে এখানে ড্রেন নির্মান না হওয়ায় সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com