বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

প্রহসনের রায়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ প্রতিবাদ

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে গাজীপুর মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল টঙ্গী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়ে কাদেরিয়া টেক্সটাইলের সামনে গিয়ে শেষ হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদ- এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদ- দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এ রায়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, ফারুক, নাজমুল, রাতুল, শেখ সুমন প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, এই রায়ের মাধ্যমে বুঝা যায় এই সরকার দেশের সকল বিচার বিভাগ ধ্বংস করে ফেলেছে। এই ফ্যাসিবাদী সরকার সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এ থেকে মুক্তির জন্য এই শেখ হাসিনা সরকার পদত্যাগ এবং নির্দলীয়নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাহলেই এই দেশে শান্তি ফিরে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com