সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র নারীদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয় রবিবার পৌর এলাকার কহিত গ্রামের মাঠে। বিনামূল্যে এ সেবাদান চলে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। চোখের অসুখজনিত কারণে ১৩৬ জনকে চশমা ও ১১৫ জনকে ওষুধ দেওয়া হয়। এ ছাড়াও ১৩ জনের চোখের ছানি অপারেশন করে দেওয়া হবে। প্রফেসর এম.এ.মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের উদ্যোগে স্থানীয় পরিবর্তন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় বিশেষ ক্যাম্পে চক্ষু সেবা প্রদান করেন রিফ্রাকসনিষ্ট জিয়াউল কবির, প্যারামেডিক নজরুল ইসলাম খান, অর্গানাইজার তালহা, এমএলওপি আরিফুল বারি, সাব্বির হায়দার ও ইনক্লুসিভ অফিসার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপ পরিচালক ও পৌর কাউন্সিলর রোখসানা খাতুন, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।