মঠবাড়িয়ায় পৌরসভাসহ ১১টি ইউনিয়নের নাগরিকদের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড অনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ১২৯ পিরোজপুর-৩ ও সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী। রবিবার বেলা সারে এগারটায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা শেষে ১১ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধ, সাংবাদিক, স্মার্ট নারী উদ্যোক্তা, বনিক সমিতি, শিক্ষক সমিতির নাগরিকদের ২শ স্মার্ট স্মার্ট কার্ড বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল আঞ্চিলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শওকত হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মিজু প্রমুখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১লক্ষ ৭৮হাজার নাগরিককে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।