ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না। হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মন্তব্য প্রসঙ্গে গতকাল (শনিবার) ডিএমকে প্রধান ও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ওই মন্তব্য করেন। এর আগে গত (শুক্রবার) সংসদের সরকারি ভাষা কমিটির ৩৮তম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ধীরে ধীরে হলেও, শেষ পর্যন্ত হিন্দিকে কোনো বিরোধিতা ছাড়াই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা উচিত।
তিনি আরো বলেন, হিন্দি স্থানীয় ভাষার সাথে প্রতিযোগিতায় নেই এবং সমস্ত ভারতীয় ভাষার প্রচারের মাধ্যমেই জাতি শক্তিশালী হবে। ভারতীয় ভাষাগুলোকে উন্নীত করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন ফোরামে হিন্দি এবং অন্যান্য ভাষাকে গর্বের সাথে উপস্থাপন করেন। অমিত শাহ’র এ ধরণের মন্তব্যের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাল্টা জবাবে বলেছেন, ‘আমি হিন্দি গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুঃসাহসী প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। এটি অ-হিন্দিভাষী লোকদের তাদের দাস বানানোর একটি নির্লজ্জ প্রচেষ্টা।’
স্ট্যালিন আরো বলেন, তামিলনাড়ু হিন্দি আধিপত্য ও তা চাপিয়ে দেয়ার যেকোনো রূপ প্রত্যাখ্যান করে। আমাদের ভাষা ও ঐতিহ্য আমাদের সংজ্ঞায়িত করে, আমরা হিন্দির দাসত্ব করব না! মুখ্যমন্ত্রী স্টালিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে হিন্দি চাপিয়ে দেয়ার তীব্র বিরোধিতাকে গুরুত্ব দেয়ার কথা বলেছেন। তিনি বলেন, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যই হিন্দি চাপানোর তীব্র বিরোধিতা করছে। মাননীয় অমিত শাহ! অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের উপর নজর দিন। ১৯৬৫ সালের ‘হিন্দি-বিরোধী আন্দোলন’-এর স্ফুলিঙ্গকে উসকে দেয়া একটি বোকামি হবে।” স্ট্যালিন এভাবে তামিলনাড়ুতে ধারাবাহিক বিক্ষোভের কথা উল্লেখ করেন যার ফলে শেষ পর্যন্ত ১৯৬৭ সালে ডিএমকে রাজ্যে ক্ষমতায় এসেছিল। সূত্র : পার্সটুডে