বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

অতিবৃষ্টিতে বন্যাকবলিত সাতকানিয়া-লোহাগাড়া: স্রোতে ভেসে নিহত ৩, নিখোঁজ ১

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা সাতকানিয়া-লোহাগাড়ায় টানা ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ডলু খাল, হাতিয়ার খাল ও সাতগড় ছড়া খালের পানি বেড়ে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫টি এলাকাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মাঝে সিপাহি পাড়া, সর্দারনি পাড়া সংযোগের শাহ মজিদিয়া-রশিদিয়া সড়ক এবং সিকদার পাড়া সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। তাছাড়া কুল পাগলীর ছড়া থেকে নি¤œাঞ্চলে পানি প্রবাহিত হয়ে এলাকা প্লাবিত হয়েছে। খালের পানির তীব্র স্রোতের কারণে ভেঙ্গে গেছে সড়কগুলো। এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এতে চরম দুর্ভোগে রয়েছে এলাকার হাজার হাজার মানুষ। এদিকে লোহাগাড়ায় আমিরাবাদ ৩নং ওয়ার্ড এলাকার জারিফ নামের এক কলেজ ছাত্র এবং উত্তর আমিরাবাদ জলিলনগর এলাকার সাকিব এর মরদেহ উদ্ধার করা হয়। আবার পদুয়া চুনতি পাড়াতে পানির স্রোতে ভেসে যাওয়া এক কৃষকের লাশ উদ্ধার করা হয় এবং সাতকানিয়া সামিয়ার পাড়ায় অজ্ঞাত এক লাশ ভেসে আসার খবর পাওয়া যায়। এছাড়াও লোহাগাড়া ও সাতকানিয়ায় বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার এবং কয়েকটি অজ্ঞাত লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। ৯ই আগস্ট সরেজমিনে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়াল খালের তীব্র স্রোতে সিকদার পাড়া, মনসুর আলি সিকদার পাড়া, ডলু নদীর স্রোতে ঘটিয়ার পাড়া, চৌধুরি পাড়া, মৌলভি পাড়া, রুস্তমের পাড়াসহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। উপজেলার আধুনগর ইউনিয়নের কয়েক জায়গায় ভাঙনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুনতি ইউনিয়নের সাতগড় পাটিয়াল পাড়া, ফারাঙ্গা, হিন্দু পাড়া এলাকায় পানি বন্দি রয়েছে। বড়হাতিয়ার নীচু জায়গায় পাহাড়ি ঢল নেমে ১নং, ৩নং ওয়ার্ড এলাকা প্লাবিত হয়েছে। পদুয়া নয়াপাড়া, দরগাহ মুড়া, পদুয়া মাঠের পূর্ব পাশে এবং ধলিবিলা চাঁদার পাড়া, কালু সিকদার পাড়া, ফরিয়াদেরকুল, রাবার ড্যাম এলাকা, নিজতালুক, পেঠান শাহ, পূর্ব মীর পাড়া, জলদাশ পাড়াসহ কয়েকটি এলাকা পানিবন্দি রয়েছে। চরম্বা রাজঘাটা এলাকায় সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাইজবিলা, বাইয়ার পাড়া ও জান মো. পাড়াসহ কয়েকটি পাহাড়ি এলাকাগুলোর সড়ক ভেঙ্গে পড়েছে। আমিরাবাদ সুখছড়ি গ্রামসহ কয়েকটি গ্রামে অনেক পরিবার পানিবন্দি রয়েছে। উপজেলা সদরের সুখছড়ি খালের পানির স্রোতের কারণে রাস্তা ভেঙ্গে গেছে, দরবেশহাট, দক্ষিণ সুখছড়ি, পোস্ট অফিস সড়ক পানিবন্দি রয়েছে।
পুটিবিলায় সড়াইয়া, সরই খালের তীব্র স্রোতের কারণে কয়েকটি এলাকায় পানিবন্দি রয়েছে। ২নং, ৩নং ওয়ার্ডের সড়কগুলো ভেঙে যোগাযোগ বন্ধ এবং চট্টলা পাড়াসহ ৭নং ওয়ার্ডের প্রায় ৪০টি পরিবার এলাকায় অগণিত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া সহ ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙনগুলো পরিদর্শন করেছি। ইতোমধ্যেই মাইকিং করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করা হবে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com