আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভুমিহীন-গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন ও জলঢাকা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা করেন তিনি। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও প্রজেক্টের ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেখার ব্যবস্থা করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলর, মেম্বার, তহশিলদার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে উপকার ভোগীদের মাঝে জমিসহ ঘরের কাগজপত্র,সেলাই মেশিন, দুটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় মোট ৯৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করে পূনর্বাসন করেছেন। ভূমিহীন ও গৃহহীন পরিবার আপাতত না থাকায় জলঢাকা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।