বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন সুফিউল আনাম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম বুধবার (৯ আগষ্ট) বিকেলে দেশে ফিরেছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সুফিউল আনামকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়। অপহরণের ১৮ মাস পর উদ্ধার হওয়া সুফিউল আনাম সুস্থ আছেন। একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ইয়েমেনে অপহৃত হওয়া সুফিউল আনামকে উদ্ধার করেছে।
সুফিউল আনাম ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন। গত বছর ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কাজ করার সময় তিনি অপহৃত হন। ওইদিন জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে এডেনে ফিরছিলেন সুফিউল আনামসহ জাতিসংঘের আরও পাঁচ কর্মী। সে সময় ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে আল-কায়েদার সদস্যরা তাকে অপহরণ করে। সুফিউল আনামের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ডলার দাবি করেছিল অপহরণকারীরা।
ইয়েমেনে সুফিউল আনামের খোঁজ করতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সে দেশে যেতে গত বছরের ২৯ ডিসেম্বর অনুমোদন দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কাজী মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে ওই প্রতিনিধিদল গঠন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com