বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

জাতীয় দৈনিক খবর পত্রের যশোর জেলা প্রতিনিধি মামুন মোস্তাহিদের ইন্তেকাল

এইচ এম আবুল বাশার, শার্শা (যশোর)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

জাতীয় দৈনিক খবর পত্রের ও যশোরের সুনামধন্য গ্রামের কাগজ পরিবারকে শোক সাগরে ভাসিয়ে আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই পরিবারের সদস্য বিজ্ঞাপন ম্যানেজার মামুন মোস্তাহিদ। ৯ জুলাই দিন গত রাতের বুধবার ভোরে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার বাড়ি যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামে। তার স্ত্রী, দু’ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। ৭ জুলাই সোমবার যশোরের একটি প্রাইভেট হাসপাতালে মামুন মোস্তাহিদের পাইলসের অপারেশন করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি যশোর শহরে মেয়ের বাসায় অবস্থান করছিলেন। বুধবার ভোরে সেখানেই তিনি স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সবার প্রিয় মামুন মোস্তাহিদ। তার মৃত্যুর সংবাদে যশোরের সাংবাদিকদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে মামুন মোস্তাহিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাসহ যশোরের বিভিন্ন এলাকা থেকে তাকে শেষবারের মতো দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ সকাল থেকে তার বাড়িতে জড়ো হন। দীর্ঘ দিনের সহকর্মীকে দেখতে ও পরিবারকে শান্তনা দিতে ছুটে যান গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, চিফ রিপোর্টার এম আইউব। স্থানীয়রা মামুন মোস্তাহিদকে একজন সাদা মনের মানুষ হিসেবে অভিহিত করে বলেন, তার মতো ভালো মানুষের এই প্রয়াণ খুবই কষ্টদায়ক। সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ৯ জুলাই বুধবার জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহে মামুন মোস্তাহিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, রোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন ও রফিকুল ইসলাম, সহকারী সম্পাদক মোহাম্মদ হাকিম ও জাহিদ আহমেদ লিটন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম, স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন। জানায় এলাকা ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রয়াত মামুনের সাবেক সহকর্মী এবং পরিচিতজনেরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মামুন মোস্তাহিদের আকস্মিক মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে গ্রামের কাগজ দপ্তরে। তার দীর্ঘদিনের সহকর্মীরা মুষড়ে পড়েছেন। মামুন মোস্তাহিদ দৈনিক গ্রামের কাগজে একটানা ২০ বছর কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে যোগ দেন। তার সাথে নানা স্মৃতি রয়েছে সহকর্মীদের। বিজ্ঞাপন ম্যানেজার মামুন মোস্তাহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহযোগী সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন ও রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সহকারী সম্পাদক মোহাম্মদ হাকিম ও জাহিদ আহমেদ লিটন, চিফ রিপোর্টার এম. আইউব, সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলামসহ গ্রামের কাগজ পরিবার। শোক প্রকাশ করেছেন বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। মামুন মোস্তাহিদের মৃত্যুতে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিদাতারা হলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ ও এসএম আবিদ হাসান, সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, সহসাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক আলাউদ্দিন খান হীরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য রবিউল হোসেন বিশ্বাস, দৈনিক নওয়াপাড়ার সম্পাদক সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাস, গাজী রেজাউল করিম, অধ্যক্ষ খায়রুল বাশার, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, আশরাফুল আলম, কামাল হোসেন প্রমুখ। গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছার সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েল, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, সেঁজুতি নুর, রেজাউল করিম সাগর, শিপলু খান, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, সায়েদ সুজন প্রমুখ। মামুন মোস্তাহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় দৈনিক খবর পত্রের পরিবারসহ শার্শা উপজেলার খবর পত্রের প্রতিনিধি এইচ এম আবুল বাশার ও বেনাপোল জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com