ফরিদপুরের নগরকান্দায় জাতীয় শোক দিবস (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শহীদ দিবস) উপলক্ষে ব্যানার, ফেস্টুন, পোষ্টার ও তোরণে (শোভা পাচ্ছে) ছেয়ে গেছে উপজেলার আওতাধীন বিভিন্ন সড়ক ও উল্লেখযোগ্য স্থান। এসকল তোরণ, ফেষ্টুন, পোষ্টার ও ব্যানার তৈরী করেছেন আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগের প্রার্থীরা। এদের মধ্যে রয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বর্তমান সংসদ সদস্য, বিশিষ্ট কলামিষ্ট, কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু। ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) আতমা হালিম। নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বেগম। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভব্য প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ- সম্পাদক কাজী শাহজামান বাবুল। তাছাড়াও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতৃ বৃন্দও পোষ্টার, ব্যানার তৈরী করে উপজেলার বিভিন্ন সড়ক ও উল্লেখ যোগ্য স্থানে টাঙিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাৎসরিক ছুটিতে আসার মতো তাড়াহুড়ো করে বিভিন্ন সামজিক কর্মকান্ডে অংশ গ্রহনে ব্যাস্ত সময়ও অতিবাহিত করছেন কিছু নেতৃ বৃন্দ। তবে দুই উপজেলার সাধারণ জনগণ এতোই সতর্ক যে নেতাদের সকল ধরনের দেখানো কর্মকান্ড সহজেই বুজতে পারেন বলে জানিয়েছেন একাধিক সাধারণ ভোটার।