সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

মাতামুহুরী নদী ড্রেজিংসহ দুইপাড়ে টেকসই বাঁধ নির্মাণ করার আশ্বাস দূর্যোগমন্ত্রীর

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা আক্রান্ত হতে না হয় ব্যবস্থা নিতে মাতামুহুরী নদীর দুইপাড়ে টেকসই বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূণর্বাসন প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। একই সাথে মাতামুহুরী নদী ড্রেজিং করার ও আশ্বাস দেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূণর্বাসন প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে বন্যা কবলিত কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র অনুধাবন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে। তিনি প্রাথমিকভাবে কক্সবাজার জেলার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক হাজার বান ঢেউটিন ও ৩০ লাখ টাকা এবং প্রতি পরিবারের জন্য ১মাসের ভিজিডি বরাদ্দ দেন। এ সময় তাঁর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও ইউএনও জেপি দেওয়ানের সঞ্চালনায় এবং কাকারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন সার্বিক সহযোগিতায? আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, থানার ওসি জাবেদ মাহমুদ, চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণ মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা বানের পানিতে চকরিয়ায় স্মরণ কালের ভয়াবহ বন্যায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং শিশুসহ অন্তত ৩১ জনের মৃত্যু ঘটে। ডুবে ক্ষতি হয় মৎস্য চাষ, মহাসড়ক, সড়ক উপ-সড়ক ও গ্রামীণ জনপদ। পানির তোড়ে ভেসে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের সীমানা প্রাচীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com