গত ১৮ আগস্ট/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩০০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ- এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহতদের স্মরণে প্রকাশিত সংগঠনের ছোট কাগজ অভিযাত্রিকর পাঠ উন্মোচন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনাব পাভেল রহমান এবং বিশিষ্ট প্রাবন্ধিক জনাব রেজাউল করিম মুকুল ও সাংবাদিক নজরুল মৃধা। আজকের এ আসর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিবেদন করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রকাশিত অভিযাত্রিকের অনিয়মিত সাহিত্যপত্র অভিযাত্রিক”-এর মোড়ক উন্মোচন করে আসর শুরু করা হয়। আসরে মাসুদ বশীর-এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন রানা মাসুদ, তৈয়বুর রহমান বাবু, মাহমুদ ইলাহী মন্ডল, রেজাউল করিম মুকুল, নজরুল মৃধা, জাহিদ হোসেন, কামরুজ্জামান দিশারী, কুশল রায়, সরকার বাবলু, তাপস মাহমুদ, নাহিদা ইয়াসমিন, সাঈদ সাহেদুল ইসলাম, বিমলেন্দু রায়, জোসেফ আখতার, হাই হাফিজ, নূর হাসান চান, রোমানুর রহমান রোমান, মাসুম মোর্শেদ, কবিরাজ ইসমাইল মোল্লা, জাকির আহমদ, ফারহান শাহীল লিয়ন, গোলাম রব্বানী, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সাকিল মাসুদ, রোকসানা সিদ্দিক, নক্ষত্র, মুনতাহা প্রমুখ। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।