সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

সরবরাহ বাড়ায় কমছে ইলিশের দাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে ইলিশের দাম। এর প্রভাবে অন্যান্য মাছের দামও কিছুটা কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গতকাল বুধবার (২৩ আগস্ট) সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। এক-দেড় কেজির যে আকারের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছিল এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে।
রাজধানীর রামপুরা বাজারের বিক্রেতারা জানান, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৩০০-১৫০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১১০০- ১২০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১০০০ টাকার আশেপাশে এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। তবে একই সাইজের আবার নদীর ইলিশের দাম বেশি। কারণ সাগরের ইলিশের সরবরাহ বাড়লেও নদীর মাছ কমেছে। এদিকে মালিবাগ বাজারের ২ কেজি ওজনের বড় ইলিশ ৩০০০ হাজার টাকা দাম হাকচ্ছেন বিক্রেতা আলম। তিনি বলেন, এখন বাজারে ইলিশের চড়া দাম নিয়ে হা-হুঁতাশ নেই। দামের উত্তাপ খানিকটা কমেছে। সরবরাহ ঠিক থাকলে আরও কমবে।
তিনি বলেন, এখন এক কেজি ওজনের ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, এক সপ্তাহ আগে যা ১৮০০ টাকা ছিল। খুচরা বাজারে এ মাছ আগের সপ্তাহের চেয়ে দুই থেকে তিনশ টাকা কমেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com