রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
গজারিয়া জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা গ্রামবাংলার খেলাধুলার একটি ঐতিহ্য ছিল এসব কাঠের খেলনা গজারিয়াবাসীর সেবা করাই রুহুল আমিনের লক্ষ্য আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হককে চায় সর্বস্তরের জনগণ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন জামালপুরে পল্লীবিদ্যুতের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আছে পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

অপচনশীল বর্জ্য বিক্রি করে জামালপুর যুবফোরামের নার্সারি প্রতিষ্ঠা

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং এলাকার প্রতিটি বাড়ি, ঘর এবং রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার লক্ষে জামালপুরে যুবফোরামের উদ্যোগে আবর্জনা মুক্ত পরিবেশ সৃষ্টির অভিযান শুরু হয়েছে। সম্প্রতি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর পরামর্শে লক্ষিরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে গঠিত যুবফোরাম এ অভিযান শুরু করেছে। ময়লা আবর্জনা পরিস্কার করার পর অপচনশীল আবর্জনা বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়। যুবফোরামের সদস্যরা এসব বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ফল ও কাঠের ছোট্ট নার্সারি গড়ে তুলছে। পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। অন্যান্য আবর্জনা পুড়ে ফেলছে। উদ্যোগটা ছোট হলেও প্রভাব সুদূর প্রসারী বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম। জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা জানান এধরণের উদ্যোগ কর্মএলাকার সবগুলো গ্রামে শুরু করা হবে। উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক বলেন আমরা কর্মএলাকার তিনটি গ্রামকে পরিবেশসম্মত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি। রাঙ্গামাটিয়া যুবফোরামের সভাপতি সাব্বির হোসেন বলেন আমরা আমাদের গ্রামকে ডেঙ্গুসহ রোগ জীবানুমুক্ত রাখতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ গঠনে আমরা ৩০ জন সদস্য অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ জামালপুর এরিয়া প্রোগ্রামটি ১০ বছরব্যপী চলবে। এসময়ে মধ্যে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, অভিভাবকদের জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস কার্যক্রমের মাধ্যমে আদর্শ গ্রাম বির্নিমানে কাজ করা হবে বলে এপি সূত্র জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com