সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ জিল্লুর রহমানের সহধর্মিগী ও কেন্দ্রিয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান’র ১৯তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে ওনার জন্মস্থান নিজ এলাকায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। শহরের কমলপুরস্থ বেগম আইভি রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও কালো ব্যাজ ধারাণ এবং সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ন মিছিলে নৃশংস গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুত্বর আহত হয়েছিলেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ৩ দিন পর তিনি মৃত্যুবরণ করেন এ খবরে ভৈরববাসী আন্দোলনে ঝাপিঁয়ে পরে। উত্তেজিত ভৈরববাসী তখন চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ভৈরব পৌছাঁলে ট্রেনে আগুন ধরিয়ে দেয়। আইভি রহমান ভৈরব পৌর শহরের চন্ডিবের গ্রামের ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত জালাল উদ্দিন আহমেদ এর মেয়ে। তিনি ১৯৪৪ সলের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী ছিলেন। ওনার একমাত্র পুত্র আলহাজ¦ নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।