শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

পাঁচবিবির সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি

আব্দুল কাইয়ূম জয়পুরহাট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচবিবি সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন পানির নিচে, বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের রাস্তাটি এবং খেলার মাঠ পানির নিচে তলিয়ে গেছে, পাঁচবিবির এই ঐতিহ্যবাহী সমিরন নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৫০ বছর আগে, ১৯৭৩ সালে স্থাপিত হয়, তখন থেকে এই পর্যন্ত স্কুলটি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নাম হলেও বর্তমান স্মার্ট বাংলাদেশে স্কুলে উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি, স্কুলের রাস্তা থেকে মাঠ খুব নিচু জায়গায় হওয়ায় একটু বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায় এবং মাঠ ডুবে যায়, মনে হয় এই সরকারি প্রতিষ্ঠানটি দেখার কেউ নাই, স্কুলের পিছন দিয়ে একটি ড্রেন থাকলেও তাহা ব্যবহারের উপযোগী নয় এবং পাকা নয়, একটু বৃষ্টি হলে ড্রেন ভরে যায় এবং ড্রেনের সমস্ত পানি স্কুলের মাঠে এবং রাস্তায় চলে আসে, এই স্কুলে পড়ুয়া ছোট ছোট কোমলমতি ছেলে মেয়ে এই দুর্গন্ধ ময়লাযুক্ত পানির মধ্যে দিয়ে স্কুলে প্রবেশ করতে হয়, শুধু তাই নয় স্কুলটি এখনো অনেক আগের পুরাতন টিনের ঘরে বাচ্চাদের ক্লাস নিতে হয়, অথচ এই স্কুলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, স্কুলের সামনের রাস্তাটি শহরের খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে পাঁচবিবি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সকলে যাতায়াত করেন, স্কুল পড়ুয়া ছোট কোমলমতি বাচ্চারা মনে করেন তাদের এই দুর্ভোগ খুবই সহজে এবং তাড়াতাড়ি লাঘব হবে বলে আশা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com