রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

জামালপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে জামালপুর পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ। জামালপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক খান মিলনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিট পুলিশ কর্মকর্তা রেজাউল করিম, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফাতেমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন, শ্রমিক নেতা সোলাইমান হোসেন খান, ফুলবাড়িয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রভাষক আব্দুল মোতালেব খান প্রমুখ। সভায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সদর থানায় জমা দেয়া, ঘরে ঘরে অভিভাবকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, যুবসমাজের মাঝে জাগরণমূলক এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী শাহনেওয়াজ বলেন মাদক ব্যবসায়ীদের তথ্য এবং তাদের অবস্থান দিয়ে সহায়তা করুন। তাদের সাথে কোন আপোস নাই। এরা দেশ ও সমাজের শত্রু। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা মাদকের নেশার যুক্ত তারা সুপথে ফিরে আসো। তোমাদের ফুল দিয়ে বরণ করা হবে নইলে কারাগারই হবে তোমাদের একমাত্র ঠিকানা। প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুবসমাজ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বর্তমানে দেশের ৬৫ ভাগ যুবক যদি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। একটি দেশবিরোধী গোষ্ঠী যুবসমাজকে পঙ্গু করে রাখার উদ্দেশ্যে মাদকে সয়লাব করে ফেলছে গোটা সমাজকে। সভা শেষে এনামুল হক খান মিলনকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে কমিটি গঠন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com