সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

রামগতিতে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে বদলে গেছে এক হাজার আশ্রয়হীনের জীবন

গোলাম রাব্বানী (রামগতি) লক্ষ্মীপুর :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

লক্ষ্মীপুরের রামগতিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে প্রায় এক হাজার আশ্রয়হীনদের জীবনমান। ঘরের পাশাপাশি মাছ চাষের জন্য পুকুর ও সবজির চাষে জন্য জমি পেয়ে জীবনই বদলে গেছে তাদের। এই মানুষগুলোর একসময় ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা। খাস জমি কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে ভাঙ্গা ঘরে থেকে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করতেন তারা। কিন্তু বর্তমানে সরকারের এই বিশেষ উদ্যোগে বাসস্থানসহ নানাবিধ সুবিধার ছোঁয়ায় বদলে যাচ্ছে তাদের জীবনমান। এতে করে একসময়ের সুবিধাবঞ্চিত, অবহেলিত অসহায় মানুষগুলোর জীবন বদলে গেছে। ভিক্ষুকরাও পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর।প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের এই ঘর হাসি ফুটিয়েছে তাদের মুখে। নিজের একটি পাকা-পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে তাদের। নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে আশ্রয়নের বাসিন্দারা মহা খুশি। সরেজমিনে এসব ঘরে বাস করা মানুষদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। মানবেতর জীবনমান থেকে মুক্তি পেয়ে এখন তারা সুখ-স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাবন করছেন। এতোদিন যাদের ঠিকানা ছিল গাছের তলায়। কোনো অফিসের বারান্দায় বা সড়কের পাশে। এখন তারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে খুশি হয়েছেন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহীত এই উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ ও ২৩ অর্থ বছরে মোট ৯৯০টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এতে ২০ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৫০০ টাকা ব্যায় করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানাযায়, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে রামগতি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চরপোড়াগাছা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হারুন বাজার আশ্রয়ণ প্রকল্পে ৭৭ টি, ৫ নম্বর ওয়ার্ডের জলিল কলোনিতে ৮ টি,জলিল কলোনির রাস্তার মাথায় ৩১ টি,নতুন বাজার আশ্রয়ন প্রকল্পে ৩১টি, ৮ নম্বর ওয়ার্ডের সামছুল হক জামে মসজিদের পাশে ৪২ টি,৯ নম্বর ওয়ার্ডের রাস্তারহাট হাজি এ গফুর উচ্চ বিদ্যালয়ের পিছনে ৩৩ টি, ৭ নম্বর ওয়ার্ডের নোমানাবাদ এলাকায় ৩২ টি,এক নম্বর ওয়ার্ডের হারুন বাজার আশ্রয়ন প্রকল্পে ২৬ টি, চরকলাকোপা আশ্রয়ন প্রকল্পে ১৬৮টি, চরগাজী ইউনিয়ের ৬ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের রুলু মার্কেট সংলগ্ন ৬৩টি, ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুমচর করলা মার্কেট ৫৭টি, চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া ৫০টি, আলেকজান্ডার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ডাক্তার গ্রামে ৪৩ টি,চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরসীতা গ্রামে ৭৫টি, চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় ২৮ টি, চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে ১৪০ টি ও চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে ৮৬ টি ঘর নির্মাণ করা হয়। উপজেলার চর কলাকোপা আশ্রয়ণের বাসিন্দা আয়েশা বেগম(৫৮) নামের এক সুফলভুগী প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে আমরা ছোট ভাঙ্গা ঘরে থেকে শিশু সন্তান নিয়ে শীত-বৃষ্টি মৌসুসে লড়াই করে অনেক কষ্টে জীবন যাপন করছি। সরকার আমাদের নতুন ঘর দেয়ায় এখন আমরা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তায় ঘুমাতে পারছি। আগের মত কষ্ট আর নেই। আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার আশ্রয়নের বাসিন্দা সৈয়দ আহমদ(৭০) জানান, আমরা সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছি। শেষ বয়সে সরকারের দেয়া পাকা ঘর সহ অনেক সহযোগিতা পেয়ে এখন অনেক সুখে আছি। চরসীতা আশ্রয়নের বাসিন্দা, আব্দুল মতলব,বিবি রেখা ও জয়নব বানু একই মতামত ব্যক্ত করে বলেন, পাকাঘরে থাকবো কখনো কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়েছেন। সাথে জমিও দিয়েছেন। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আছি। ঈদ সহ বিশেষ বিশেষ সময়ে সরকারের সহায়তাগুলোও পাচ্ছেন বলে জানান তারা। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া কহিনুর, পারভীন, শাহনাজসহ ১২ জন সুফলভুগী বলেন, আমরা ভীষণ খুশি। শেখ হাসিনা মাথাগোঁজার ঠাঁই দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। প্রকল্পের অন্যান্য উপকারভোগীরা বলেন, তারা এখন অনেক ভালো আছেন। কারণ, এখানে শুধু তারা বাড়ি উপহার পাননি। পেয়েছেন মাছ চাষ করার জন্য পুকুর, সবজি চাষ করার জন্য জমি। এছাড়া বাড়িতে বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, পাকা টয়লেট, যা তাদের স্বপ্ন ছিল, আজ প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের তালিকা তৈরী করে সহকারী কমিশনার (ভূমি) মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এরপর তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের তালিকা চূড়ান্ত করা হয়। দুই শতাংশ ভূমিতে সেমিপাকা ঘরে দুটি শোবার ঘর, বারান্দা, রান্নাঘর ও একটি বাথরুম সংবলিত ঘর বরাদ্দ পায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, আমরা স্বচ্ছতার সাথে এই প্রকল্প বাস্তবায়ন করেছি। জেলা-উপজেলা প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় একেবারে নদী ভাঙা অসহায় গৃহহীন ও ভূমিহীনদের গুরুত্ব দিয়ে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ঘরগুলোর গুনগত মান বজায় রেখে নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমাদের এমন একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, যার কারণে আমরা কৃতজ্ঞ। এ প্রকল্প পৃথিবীতে একটি রোল মডেল। কারণ এভাবে কোনো দেশে আশ্রয়হীনদের জন্য সরকারিভাবে নিরাপদ পাকা ঘর তৈরি করা হয়নি। যা এক মাত্র বাংলাদেশেই হয়েছে। আমরা বরাদ্দ অনুযায়ী কাজের গুনগত মান বজায় রেখে টেকসই ঘর তৈরী করে দারিদ্র, নদী ভাঙা গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com