শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৬ আগস্ট ২০২৩ইং তারিখে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সাসটেইনেবল ফাইন্যান্স এর উপর দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন এবং টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরে তার বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নীতি ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সকল কর্মকর্তাদের পরামর্শ দেন। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক জনাব চৌধুরী লিয়াকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক জনাব সাখাওয়াত হোসেন এবং একই বিভাগের যুগ্ম পরিচালক জনাব মোঃ আবু রায়হান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের ইনচার্জসহ মোট ৪০ জন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে, ব্যাংকের এসইভিপি ও ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল জনাব মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসইভিপি ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।