শিক্ষার উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গলাচিপা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বই,ব্যাগ ও চার হাজার নগদ অর্থ দিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বুধবার বেলা ১১:০০ টায় উপজেলা পরিষদ হল রুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদের সঞ্চালনায় এবং শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুদক্ষ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী শিক্ষাবিদ সালমা ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম সাঈদ ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। উল্লেখ্য যে বাংলাদেশের প্রান্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই শিক্ষা বৃত্তি প্রদান করে সুনাম অর্জন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা সহ সুধী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।