ফরিদপুরে বিএনপি নেতৃবৃন্দ মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছেন। বুধবার (৩০ আগস্ট) দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার সময় ফরিদপুর বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে এ মনৌ মিছিলটি বের হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় হয়ে স্থানীয় গোল পুকুর ড্রীম বিপনী বিতান এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা,মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন। এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন ঘুম হওয়ার মতোই এত জঘন্যতম অপরাধ নেই, ভুক্তভোগী পরিবার ছাড়াএর উপলব্ধি কেউ করতে পারে না। গুম হওয়া ব্যক্তির লাশটাও তাদের পরিবার ফেরত পায়না এর চেয়ে নির্মম কি হতে পারে তার তীব্র সমালোচনা করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।