‘উত্তরের সাংবাদিকতার বাতিঘর ছিলেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল’ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক রণাঙ্গন, মহাকাল ও দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সহ-সভাপতি আবু তালেব, যুগ্ম সম্পাদক আবু নাসের বাপি, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরী সদস্য সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, সাধারণ সদস্য আব্দুর রহমান মিন্টু, জাভেদ ইকবাল, খন্দকার মোস্তফা সরওয়ার অনু, রেজাউল ইসলাম বাবু, বিএম রাফিক উল হাসান গোর্কি, আবেদুল হাফিজ, রাজু আহম্মেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক। এছাড়াও বক্তব্য দেন কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, সময়ের আলোর রংপুর ব্যুরো সাইফুল ইসলাম, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সাংবাদিক নোবেল চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, খন্দকার গোলাম মোস্তফা বাটুল ছিলেন নির্ভীক কলম সৈনিক। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি জীবদ্দশায় তিনি দেশ, সমাজ ও মানুষের জন্য সাংবাদিকতার মাধ্যমে অবদান রেখে গেছেন। তিনি ছিলেন উত্তরের সাংবাদিকতার বাতিঘর। শুধু সাংবাদিক তৈরির সফল কারিগর নন, তিনি সাংবাদিকদের আশ্রয়স্থলও ছিলেন। তার প্রতিষ্ঠিত প্রকাশনা রণাঙ্গন, মহাকাল ও দাবানল দেশের গণমাধ্যমে আলোকিত নাম। তিনি স্বশরীরে না থাকলেও তাঁর কর্মকা-ে তিনি আজীবন বেঁচে থাকবেন। স্মরণসভা শেষে মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে এবং তার নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রসঙ্গত, ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল। বাবা এলএমএফ (চিকিৎসক) ডা. মোজাম্মেল হক খন্দকার। বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি। অসংখ্য ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত ঘটনার সাক্ষীও।
২০২০ সালের ৩ সেপ্টেম্বর বর্ষীয়ান এই সাংবাদিক ইন্তেকাল করেন। খন্দকার গোলাম মোস্তফা বাটুল প্রতিষ্ঠিত দৈনিক দাবানল রংপুর অঞ্চলের বহুল জনপ্রিয় পত্রিকাগুলোর একটি। প্রকাশনার শুরুতে এ পত্রিকার নাম ছিল সাপ্তাহিক রণাঙ্গন। ১৯৭১ সালের ২৭ মে ভারতের মুক্তাঞ্চল থেকে এর যাত্রা শুরু হয়। যার সম্পাদক ছিলেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে কে জি মোস্তফা বা মোস্তফা করিম ছদ্ম নামে লিখতেন ও পত্রিকাটি প্রকাশ করতেন তিনি। ওই সময়ের যুদ্ধ বিধ্বস্ত মানুষের মনোবল ধরে রাখতে এ পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পত্রিকা বিলি করতে গিয়ে খন্দকার বদিউজ্জামান ও নুরুল ইসলাম ঢালী নামে দুজন পাকিস্তান বাহিনীর হাতে শহিদ হয়েছেন। ১৯৭৪ সালে রণাঙ্গন পত্রিকার নাম পরিবর্তন করে শুরু করেন সাপ্তাহিক মহাকালের প্রকাশনা। স্বাধীনতা পরবর্তী মহাকাল ছিল এই অঞ্চলের সংবাদপত্রের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। ১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত চালু ছিল সাপ্তাহিক মহাকাল। সংসদ সদস্য থাকাকালীন ১৯৮১ সালে খন্দকার গোলাম মোস্তফা বাটুলকে দৈনিক পত্রিকা বের করতে উদ্বুদ্ধ করেন চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন। ওই সময় মোনাজাত উদ্দিন মহাকাল পত্রিকাটির যাবতীয় দেখভাল করতেন। এভাবেই সাপ্তাহিক রণাঙ্গন থেকে সাপ্তাহিক মহাকাল হয়ে দৈনিকে রূপ নেয় দাবানল।